Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ভিয়েতনাম নারিকেল চারা
বিস্তারিত :নারিকেল গাছের পাতা হলুদ হয়ে কেমন পোড়া পোড়া হয়ে পাতা শুকিয়ে যাচ্ছে এই বুঝতেছিনা।

উত্তর/মতামত

এটি নারিকেলের পাতার ব্লাইট/দাগ পড়া রোগ। এ রোগের আক্রমনে পাতায় ধূসর বাদামী বর্ণের কিনারাসহ হলুদ বাদামী বর্ণের দাগ হয়। পরবর্তীতে দাগগুলো ধূসর বর্ণের হয় ও পাতার শিরার সমান্তরাল প্রসারিত হয়ে সমস্ত পাতাই ছেয়ে ফেলে। পরিমিত সার প্রয়োগ ও যথা সময়ে সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করলে রোগের আক্রমন কম হয়। আক্রান্ত গাছের ব্যাভিস্টিন/কারবেন্ডাজিম প্রতি লি. পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ১৫ দিন পর পর ৩-৪ বার স্প্রে করতে হবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১