Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুন গাছের সমস্যা
বিস্তারিত :আমার বেগুন গাছগুলো সবই ঠিক আছে কিন্তু হঠাৎ আগা মরে যাচ্ছে। দেখলে মনে হয় কেউ কেটে দিছে। খবর নিয়ে জানতে পারলাম এক ধরনের পোকা কান্ডের ভিতরে ডুকে কেটে দিচ্ছে। আসলে কি হচ্ছে? প্রতিকার কি?

উত্তর/মতামত

বেগুনের “ডগা ও ফল ছিদ্রকারী পোকা” এ ডগা কেটে দিচ্ছে। পরবর্তীতে ফল ছিদ্র করে ফলকেও পচিয়ে ফেলবে। তাই ফেরোমন ট্র্যাপ (ইস্পাহানী কোম্পানীর) জমিতে প্রতি ২ শতাংশ জমির জন্য ১টি করে ব্যবহার করতে হবে। তাছাড়া স্পিনোস্যাড জাতীয় কীটনাশক যেমন: ট্রেসার ০.৫ মিলি/১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। এছাড়াও আক্রান্ত ডগা ও ফল মাটির নীচে পুতে রাখতে হবে।