Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের গাছের পরিচর্যা
বিস্তারিত :করনীয় কি আছে

উত্তর/মতামত

প্রতিবছর বর্ষার শেষে মরা, রোগাক্রান্ত , শুকনো ডালপালা কেটে ফেলা, পরগাছা দমন করা।
১০ বছরের গাছে সার: গোবর ২৫ কেজি, ইউরিয়া–৭৫০ গ্রাম, টিএসপি-৫০০ গ্রাম, এমওপি-২৫০ গ্রাম, জিপসাম-১০০ গ্রাম, জিন্কসালফেট-১৫ গ্রাম।
উল্লিখিত সার ২ ভাগ করে জৈষ্ঠ-আষাঢ় মাসে প্রথম ভাগ এবং আশ্বিন মাসে দ্বিতীয় ভাগ গাছের গোড়া থেকে ১ মিটার দুরত্বে রিং করে প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে হালকা সেচ দিতে হবে।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২