কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : বারি মসুর-৩
বিস্তারিত :বারি মসুর-৩ এর গাছ প্রতি পডের সংখ্যা কত এবং প্রতি বর্গ মিটারে গাছের সংখ্যা কত?
বিস্তারিত :বারি মসুর-৩ এর গাছ প্রতি পডের সংখ্যা কত এবং প্রতি বর্গ মিটারে গাছের সংখ্যা কত?
উত্তর/মতামত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মসুরের জাতসমূহের মধ্যে বারি মসুর-৩ একটি উচ্চ ফলনশীল জাত।
বিস্তারিত বিবরণ: গবেষণায় দেখা গেছে বারি মসুর-৩ চাষাবাদে প্রতি বর্গমিটারে ২৫০-৩০০টি গাছ এবং প্রতি গাছে ৮০-৯০টি পড থাকলে আশারুপ ফলন পাওয়া যায়।
ড. মো: আশরাফ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, ডাল গবেষণা উপ-কেন্দ্র, বারি, গাজীপুর। মোবাইল: ০১৭১২৯৪৮৮৭১
বিস্তারিত বিবরণ: গবেষণায় দেখা গেছে বারি মসুর-৩ চাষাবাদে প্রতি বর্গমিটারে ২৫০-৩০০টি গাছ এবং প্রতি গাছে ৮০-৯০টি পড থাকলে আশারুপ ফলন পাওয়া যায়।
ড. মো: আশরাফ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, ডাল গবেষণা উপ-কেন্দ্র, বারি, গাজীপুর। মোবাইল: ০১৭১২৯৪৮৮৭১