Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা গাছের পাতা খাওয়া
বিস্তারিত :পেয়ারা গাছের কচি পাতা ফুটোকরে খেয়ে নিচ্ছে এর সমাধান কি

উত্তর/মতামত

এটি বিটল জাতীয় পোকার আক্রমন, (চেপার বিটল) বর্ষা মৌসুমে এ পোকার আক্রমন বেশি হয়। পাতা ছিদ্র করে খেয়ে ঝাঝরা করে দেয়। সুমিথিয়ন প্রতি লিটার পানিতে ২ মিলি. হারে মিশিয়ে পাতায় প্রতি ১০ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে। এছাড়া গাছের আশে পাশের আগাছা পরিস্কার করতে হবে এবং ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক প্রতি লিটার পানি ৩ গ্রাম হারে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২