Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাটি পরীক্ষা
বিস্তারিত :মাটি পরীক্ষা করে ফল/ফসল লাগানো জরুরি কি?

উত্তর/মতামত

মাটি পরীক্ষা করে ফল/ফসল লাগানো জরুরী। মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানের উপস্থিতি কি পরিমাণ আছে তার উপর নির্ভর করে মাটিতে সার প্রয়োগ করতে হয়। মাটি পরীক্ষা না করে অতিরিক্ত সার প্রয়োগের ফলে বিষাক্তার সৃষ্টি হতে পারে এবং কম সার প্রয়োগে উৎপানে ব্যঘাত হতে পারে। সর্বপরি মাটিতে কার্বনের উপস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে গোবর/পোল্ট্রি মেনিউর দিতে হবে কিনা। মাটি অম্লীয় হলে ১-২ টন/হেক্টরে চুন প্রয়োগ করে পরিবর্তিতে সার প্রয়োগ করতে হবে। সুতরাং মাটি পরীক্ষা করে ফসল লাগানো জরুরী।

ড. মো: আজিজুল হক
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর
মোবাইল-০১৭১৫-১৬১৩১৩