Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সারের অনুপাত
বিস্তারিত :১. ছাদে বাগান করার জন্য নাসারি থেকে দশ বসতা মাটি কিনলে সারের অনুপাত কি হবেঃ- ইউরিয়া = কত গ্রাম টিএসপি = কত গ্রাম পটাশ = কত গ্রাম ড্যাপ = কত গ্রাম NPKS = কত গ্রাম জিপসাম = কত গ্রাম জিংক সালফেট = কত গ্রাম বোরন = কত গ্রাম ২.ছএাকনাশক ও পোকামাকড় দমনের জন্য কোন দুইটি সবচেয়ে ভাল হবে ? ক. টিলট ইসি 250 খ .থিওভিট গ. সুমিথিয়ন ঘ. সুমিকন ঙ.ইনডোফিল চ. ডায়াজনিন

উত্তর/মতামত

সারের অনুপাত সংক্রান্ত প্রশ্নের উত্তর নিম্নের লিংকে ক্লিক করুন
সংযুক্ত ফাইল : Roof garden.pdf