Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : জীনতত্ত্ব
বিস্তারিত :মৌসুম নিরভরতা মুক্ত ফসল উতপাদনে জীনতত্ত্বের ভূমিকা

উত্তর/মতামত

মৌসুম নির্ভরতামুক্ত ফসল উৎপাদনে জীনতত্ত্বের ভূমিকা রয়েছে। যেমন, কোন শীতকালীন ফসলে জীন প্রকৌশলের মাধ্যমে হীটশক প্রোটিন সংশ্লেষনকারী জীন অনুপ্রবেশ করানো গেলে তা গ্রীষ্মকালেও চাষ করা সম্ভব হবে। তবে এ ধরনের ফসল এখনও আমাদের দেশে উদ্ভাবিত হয় নি।

মোছা: দিলআফরোজা খানম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, জীব প্রযুক্তি বিভাগ, বিএআরআই, গাজীপুর।