Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ইঁদুর জাতীয় প্রাণীর দমন
বিস্তারিত :ধান ক্ষেতের বয়স প্রায় ৪৫ দিন। ধান গাছের গোড়া থেকে ২-৩ ইঞ্চি উপরে কেটে ফেলছে। করনীয় কি?

উত্তর/মতামত

ইঁদুর সাধারণত তেচড়া (৩০-৪৫ ডিগ্রী কোনে) ‌করে কাটে। ধান গাছ ইঁদুরে কেটেছে নিশ্চিত হলে কাঁচি কল বা খাঁচা ফাঁদ ব্যবহার করে ইঁদুর মারা/ধরা যেতে পারে। ফাঁদের টোপ হিসাবে নারিকেল, সুটকী মাছ বা পাউরুটি ব্যবহার করতে পারেন। মৃত ইঁদুর মাটিতে পুতে ফেলতে হবে।