Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : টমেটো চাষ
বিস্তারিত :টমেটো চাষের জন্য কোন জাত ভাল হবে।আর নতুন রুগ বালাই সহনশীল জাত কি কি। কি রকম জমিতে টমেটো ফলানো যায়। এ বিষয়ে মতামত চাই।

উত্তর/মতামত

টমেটো চাষের জন্য বারি উদ্ভাবিত টমেটো জাত যেমন: বারি টমেটো-২, বারি টমেটো-১৪, বারি টমেটো-১৫, বারি টমেটো-১৬, বারি টমেটো-১৭, বারি টমেটো-১৮, বারি হাইব্রিড টমেটো-৫ চাষ করা যেতে পারে। এ জাতগুলি রোগ বালাই সহনশীল। এ ছাড়াও বিভিন্ন বীজ কোম্পানীর ভালো জাত সম্পর্কে জেনে শুনে নির্বাচন করা যেতে পারে। টমেটো জলাবদ্ধহীন সুনিস্কাশিত সব ধরনের জমিতেই চাষ করা যায়। তবে বেলে দোঁয়াশ মাটি টমেটো চাষের জন্য উত্তম।
ড. এম এ গোফফার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৪২৫১২