Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তথ্য দরকার
বিস্তারিত :স্যার বর্তমানে আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল কোনটি??

উত্তর/মতামত

বিষয়টি আপেক্ষিক ব্যাপার। ফসলের দিক থেকে আলুর অবস্থান প্রথম। কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে আলু উৎপাদন থেকে সবচেয়ে বেশী লাভবান হবে। তাছাড়া আলু ৮০-৯০ দিনের মধ্যে উত্তোলন করে বিক্রির উপযোগী হয়।
পাট ফসল থেকেও যদি কৃষক ন্যায্য মূল্য পায় তবে আলুর মতই লাভবান হতে পারবে। তবে এ ক্ষেত্রে পাট অপেক্ষাকৃত অধিক সময় ধরে মাঠে থাকে। দুটি ফসলই রপ্তানী ও শিল্পজাত দ্রব্য উৎপাদনে ব্যবহার হয়।
পরিচালক
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর
মোবাইল-০১৭১২২৬৭৬০৪