Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল
বিস্তারিত :মিসরীয় ডুমুর এর বানিজ্জিক চাষ পদ্ধতী জানতে চাই। এর চারা/কাটিং কোথায় পাওয়া যাবে? বিশ্তারিত জানালে খুশি হবো।

উত্তর/মতামত

মিশরীয় ডুমুর নিয়ে আমার এখনও কাজ করছি চাষ পদ্ধতি দেওয়ার মতো পর্যায়ে পৌঁছেনি। তবে চারা/কাটিং সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে আসাদ গেট, ঢাকায় অবস্থিত হর্টিকালচার সেন্টার (ফল ও বীথি) এর কৃৃষিবিদ মো: জাহিদ হোসেন এর সাথে (০১৭১৫০১৩২০০)। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।