Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : about cultivation at home
বিস্তারিত :Is it possible to grow apple tree at home in Bangladesh and how ? I have heard that grow tree but do not catch apple . My second question is how can i measure pH of soil ?

উত্তর/মতামত

আপেল প্রধানত শীতপ্রধান অঞ্চলের ফল। আপেল চাষের জন্য ঠান্ডা আবহাওয়া প্রয়োজন। তাই বাংলাদেশের আবহাওয়ায় আপেল চাষের উপযোগী নয়। আপেল চাষ নিয়ে বিএআরআই এ এখন পর্যন্ত তেমন কোন গবেষণা সম্পন্ন হয়নি। তবে কিছু ট্রপিক্যাল আপেল চাষাবাদের চেষ্টা চলছে। এমতাবস্থায়, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বসতবাড়িতে আপেল চাষ করা সমিচীন নয়। মাটির pH নির্ণয় করা মূলত মিটার পাওয়া যায়, যা কিনে মাটির pH নির্ণয় করতে পারেন। এছাড়া, আপনার নিকটস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে মাটির নমুনা দিয়ে pH নির্ণয় করে আনতে পারেন। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।