Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লিচু গাছে ফুল হয় না
বিস্তারিত :কলম চারা থেকে লাগানো লিচু গাছের বয়স ছয় বছর৷ গাছে সামান্য ফুল হয় কিন্তু ফল হয় না ৷গাছের চারিদিকে অন্য কোন বড় গাছ নেই ৷ কি কারণে ফুল সামান্য হয় আর কোন ফল হয় না তা নিশ্চত নয় ৷ এক্ষেএে কোন সার কিভাবে প্রয়োগ করতে হবে আর গাছের কি যত্ন নিতে হবে ?

উত্তর/মতামত

আপনি গাছের সার প্রয়োগ করে দেখতে পারেন। সার প্রয়োগের আগে মাটি পরীক্ষা করে নেওয়া উচিত। ৫-১০ বছরের গাছের জন্য গোবর – ২০ কেজি, ইউরিয়া ৮০০ গ্রাম, টিএসপি – ১২০০ গ্রাম, এমওপি – ৮০০ গ্রাম, জিপসাম - ২০০ গ্রাম এবং জিংক সালফেট – ২০ গ্রাম প্রয়োগ করতে হবে। এর মধ্যে ইউরিয়া ও এমওপি তিন ভাগ করে ১ম ভাগ অন্যান্য সারের সাথে বর্ষার শুরুতে (ফল আহরণের পর) প্রয়োগ করতে হবে। বাকি ২ ভাগ সেপ্টেম্বর-অক্টোবর মাসে ১ বার এবং ফুল – ফল আসার পর আরেক বার প্রয়োগ করতে হবে। এ ছাড়া গাছের সঠিক পরিচর্যা যেমন- আগাছা, ডালপালা ছাটাই করা, পর্যাপ্ত পরিমান সেচের ব্যবস্থা করতে হবে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর