Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মুগ ডালের আগাছা দমন
বিস্তারিত : মুগ ডালের আগাছা কিভাবে দমন করা যায় তার বিস্তারিত বিবরন প্রয়োজন।

উত্তর/মতামত

মুগের আগাছা দমনঃ সাধারণতঃ মুগের জমিতে আগাছার উপদ্রপ তথা বৃদ্ধি অতি দ্রুত হয় বলে স্বল্প সময়ে ফসলের মাঠ ছেয়ে ফেলে। মুগের জমিতে সাধারনত দুর্বা, শ্যামা, ফসকা বেগুন, ভুঁই কুমড়া (গাই কুমড়া), বাবুই জড়া, মুথা, বিরকিন্নি, ইত্যাদি আগাছা জন্মায়। তাই বপনের ৩-৪ সপ্তাহের মধ্যে মুগের জমিতে একবার আগাছা নিড়ানী দ্বারা পরিস্কার করলে পরবর্তিতে মুগের গাছের বৃদ্ধির ফলে আগাছা তেমন বাড়তে পারেনা। তবে লতা জাতীয় আগাছা, যেমন ভুই, কমুড়া, বাবুই জড়া ইত্যাদির ২/৪ টি চারা ১ম নিড়ানোর সময় বাদ পড়ে থাকলে কিংবা নিড়ানোর পরে গজালে পরবর্তিতে সম্পূর্ণ ক্ষেতে ছড়িয়ে পড়তে পারে। সেকারণে সবসময়ই জমিতে হেঁটে পর্যবেক্ষণ করতে হবে এবং এই সমস্ত আগাছা নজরে আসা মাত্র পরিস্কার করে ফেলতে হবে। তবে মুগ সারিতে বুনলে সারির মাঝে কোদাল দিয়ে হালকা ভাবে কুপিয়ে ২ থেকে ৩ জন শ্রমিকই এক বিঘা জমির আগাছা পরিস্কার করতে পারে। সেক্ষেত্রে ছিটিয়ে বুনা জমিতে একই কাজে অন্তত ৫/৬ জন কিংবা তার চেয়েও বেশী শ্রমিক প্রয়োজন হয়। সেজন্য সুযোগ থাকলে সারিতে বপন করার জন্য কৃষকগণকে উৎসাহিত করা প্রয়োজন।