Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাটির PH এর মান পরিবর্তন
বিস্তারিত :মাটির PH এর মান 4.5-4.9 থেকে 6.5 -৭.৫ এর মধ্যে আনতে প্রতি শতকে কত কেজি চুন দিলে ভালো হয় ? চুন কিভাবে এবং কোন সময়ে প্রয়োগ করা দরকার জানালে উপকৃত হব । ধন্যবাদ।

উত্তর/মতামত

দোঁয়াশ মাটি হলে প্রতি শতকে ৮ কেজি হারে ডলোচুন (ডলোমাইট) চারা লাগানো বা বীজ বপনের কমপক্ষে ২ সপ্তাহ পূর্বে কর্ষিত জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। অত:পর আড়াআড়িভাবে চাষ দিয়ে চুন ভালভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাটি শুষ্ক হলে চুন প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে। যাতে করে জমি ১০-১৫ দিন সিক্ত থাকে এবং বীজ বপনের পূর্বে ‘জো’ অবস্থায় ফিরে আসে। ৩ বছরের মধ্যে আর চুন প্রয়োগের দরকার নেই। ৩ বছর পর মাটি পরীক্ষা করে ফলাফলের ভিত্তিতে পুনরায় চুন প্রয়োগ করা যাবে। বেলে দোঁয়াশ মাটি হলে প্রতি শতকে ৫-৬ কেজি হারে ডলোমাইট প্রয়োগ করতে হবে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর