Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ গাছের পাতা কুকড়ে যাওয়া
বিস্তারিত :আমার মরিচ পাতা কুকড়ে ও ফুল শুকিয়ে যাচ্ছে প্রতিকার জানাবেন

উত্তর/মতামত

কয়েক ধরনের চোষক পোকার আক্রমনের জন্য মরিচের পাতা কুকড়ে যায়। এই পোকাগুলো হলো থ্রিপস, জাব পোকা, সাদা মাছি, এবং মাকড়। এই পোকাগুলি কচি পাতার রস চুষে খায় এবং ভাইরাসের বাহক হিসেবে কাজ করে। উপরোক্ত পোকাগুলির আক্রমন হতে পাতাগুলি রক্ষা করতে পারলে মরিচের পাতায় কুকড়ে যাওয়া প্রতিকার করা যাবে। সম্বন্বিত দমন ব্যবস্থাপনা:  সাদা রংয়ের আঠালো ফাঁদ ব্যবহার করা।  এক কেজি আধা ভাঙ্গা নিম বীজ ২০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি (ছেকে নেয়ার পর) পাতার নিচে স্প্রে করতে হবে।  আক্রমনের মাত্রা বেশী হলে সাকসেস ২.৫ ইসি প্রতি লিটার পানিতে ১.২ মিলি. হারে অথবা এডমায়ার/টিডো জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি. হারে মিশিয়ে ৭-১০ দিন পরপর স্প্রে করতে হবে।  মাকড়ের আক্রমণের জন্য ভার্টিমেক বা ইকোমেক প্রতি লিটার পানিতে ১ মিলি. হারে মিশিয়ে পাতার নিচে ও উপরে ভালভাবে স্প্রে করতে হবে। মাকড়নাশক পাওয়া না গেলে সালফার জাতীয় ছত্রাকনাশক (থিওভিট, কুমুলাস) স্প্রে করে মাকড়ের আক্রমন কমানো সম্ভব।  মাকড়ের সাথে অন্য পোকার আক্রমন দেখা দিলে প্রথমে মাড়কনাশক ব্যবহার করে পরে কীটনাশক ব্যবহার করতে হবে। মুহাম্মদ মোস্তাফা কামাল বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর ০১৮১-৮২৮৫৭৯৪