কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : Mango desease
বিস্তারিত :I have some mango trees on my roof top. But the bottom of the mangoes are getting rotten. The picture of mango is attached. Please suggest medicine to be applied. Regards. Commodore Zakiur Rahman, Director General Department of Shipping
বিস্তারিত :I have some mango trees on my roof top. But the bottom of the mangoes are getting rotten. The picture of mango is attached. Please suggest medicine to be applied. Regards. Commodore Zakiur Rahman, Director General Department of Shipping
উত্তর/মতামত
আমের গায়ে কোন ছিদ্র বা ফাটা দাগ আছে কিনা, পোকা দেখা যায় কিনা এই তথ্যসমূহ জানা নাই। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে black tip of mango নামক disease হয়েছে। আমের বাগানের ৫-৬ km এর মধ্যে ইটের ভাটা থাকলে এই সমস্যা বেশি হয়। তবে নিয়মিত পরিচর্যা, পানি সেচ এবং স্প্রে করে এই সমস্যা দুরে রাখা যায়। আম যখন মটর দানা আকৃতি ধারন করবে তখন ০.৫% borax solution স্প্রে করতে হবে (৫০০ গ্রাম borax, ১০০ লিটার পানিতে) এবং এর ১০ লিটার প্রতি গাছ। এর পর ১৫ দিন অন্তর অন্তর আর ২ বার ১% borax solution স্প্রে করতে হবে। ফল যেহেতু এখন বড় হয়েছে তাই নিয়মিত সেচ ছাড়া আর তেমন কিছু করার নেই। বিস্তারিত তথ্যসহ পরবর্তী বছরের প্রস্তুতির জন্য যোগাযোগ করলে পরামর্শ দেওয়া হবে।
ড. মো. জিল্লুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৭১৫-০৮২৫৫৫