Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Chilli
বিস্তারিত :Details about BARI Morich-2, especially planting time and salt, rain tolerance

উত্তর/মতামত

বারি মরিচ-২ একটি গ্রীষ্মকালীন মরিচের জাত। গাছ ঝোপানো ও লম্বা। উচ্চতা ৮০-১২০ সেমি। মরিচের ত্বক পুরু। জীবনকাল প্রায় ২৪০ দিন। ফলন ২০-২২ টন/হে (সবুজ)। বপন সময়: মার্চ রোপন সময়: এপ্রিল, মে মাসে চারা রোপন করা যেতে পারে (প্রথম সপ্তাহ)। যেহেতু এর জীবনকাল অক্টোবর মাস পর্যন্ত, তাই এই জাতটি বৃষ্টির পানি সহ্য করতে পারে, তবে জমিতে পানি দাঁড়ানো যাবে না। ড. রুম্মান আরা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল- ০১৭২৩-০০৬১৫০, ০১৮১৯-৭৮৩৯৮১