Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের পচন সম্পর্কিত অনুসন্ধান
বিস্তারিত :আমের গায়ে ছোট ছোট কালো দাগ দেখা দিচ্ছে এবং পাকলে আমের ভেতরে ছোট সাদা পোকা দেখা যাচ্ছে..... আমি বাণিজ্যিক উদ্দেশ্য পুরনে আম বাগান করছি... আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য..

উত্তর/মতামত

আপনার আম গাছে এ্যানথ্যাকনোজ ও মাছি পোকার আক্রমন ঘটেছে। বর্তমানে এটি প্রতিকারের আর কোন উপায় নাই। পরবর্তী বছরে ভাল ফল পেতে প্রস্তুতি নিতে হবে, ফল পাড়া শেষ হলে গাছের মরা ডালপালা ছাটাই করে দিতে হবে। গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে।, মরা পাতা পুড়িয়ে ফেলতে হবে এবং নিম্নোক্ত ব্যবস্থাদি গ্রহন করুন: ১। এনথ্রাকনোজ: ইন্ডোফিল এম ৪৫ ২-৩ গ্রাম/লিটার পানি, ৩ বার ১৫ দিন পর পর স্প্রে করতে হবে, আমের মুকুল আসলে কিন্তু ফুল ফোটার আগেই এবং সমস্ত গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। ২। হপার পোকার জন্য Confidor@0.20ml/L পানি /Rpcord 10 Ec@ 1ml/L পানি, ৩ বার ১৫ দিন পর পর স্প্রে করতে হবে, আমের মুকুল আসলে কিন্তু ফুল ফোটার আগেই এবং সমস্ত গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। ৩। আমের মাছি পোকা: ১০০ গ্রাম পাতা আমের রসের সাথে ১ গ্রাম ডিপটেরেক্স ৮০ sp মিশানো বিষটোপ ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানির সাথে ডিসিস ২.৫ ইসি ১ মিলি হারে মিশিয়ে আম সংগ্রহের এক থেকে দেড় মাস আগে থেকে পাতা ও আম ভিজিয়ে ১৫ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২