Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা গাছ চাষ
বিস্তারিত :আমি আমার বাড়ির ছাদে বারি ১ ও বারি ২ প্রজাতির ২ টি মাল্টা গাছ রোপন করেছি এই জুলাই মাসে। গাছের কিছু পাতায় ফোটা ফোটা হলুদ দাগ দেখা যাচ্ছে। এটা কি ছত্রাকের আবির্ভাব কিনা? আর এটা নির্মুল করতে হলে কি করা উচিত? আর কীট দুরিকরনে কখন কিভাবে ঔষধ প্রয়োগ করা উচিত?

উত্তর/মতামত

বিএআরআই উদ্ভাবিত বারি মাল্টা-১ এবং বারি কমলা-১, বারি কমলা-২ নামের জাত রয়েছে। আপনি মাল্টা/কমলা লাগিয়েছেন তা সুস্পষ্ট নয়। চারা লাগানোর উপযুক্ত সময় বর্ষার শুরু (মে-জুন মাস) অন্য সময় লাগালে পর্যাপ্ত সেচ ও ছায়ার ব্যবস্থা করতে হবে। সঠিক পরিচর্যা ও সার প্রয়োগ করতে হবে। সমস্যাটির বিস্তারিত বর্ণনা বা ছবি পাঠান নাই। তবে এটা ক্যাঙ্কার রোগ মনে হচ্ছে। বৃষ্টির মৌসুম আরম্ভ হওয়ার পূর্বেই বর্দোমিক্সার বা কুপ্রাভিট ৫০ ডব্লিউপি বা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করতে হবে। সমগ্র বর্ষা মৌসুমে প্রতি ১ মাসে ১ বার এগুলোর যে কোন ১টি স্প্রে করতে হবে। আক্রান্ত পাতা, ডালপালা কেটে ফেলতে হবে এবং আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২