Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বাসার বেলকোনিতে সবজি গাছ রোপন ও পরিচর্যা
বিস্তারিত :আমাদের বাসার ২ টি বেলকোনিতে আমরা সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, ধইঞ্চা এবং পুঁইশাক, মিষ্টি আলুর শাক ও কুমড়ার শাক চাষ করতে চাই। এখন, কোন গাছের জন্য কিভাবে মাটি প্রস্তুত করব? কোন গাছের পরিচর্যা কিভাবে করব? (যেমন : দৈনিক কতবার পানি দেব?) কোন গাছে কোন gggg ব্যবহার করব? ভালো ফলনের স্বার্থে এসব তথ্য আমরা জানতে চাই।

উত্তর/মতামত

আপনার বাসার বারান্দা দুটিতে যদি সূর্যালোক পায় তবে আপনি যে সবজি গুলো উল্লেখ করেছেন সেগুলো পরিবর্তে বেগুন, টমেটো, মরিচ, ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, মূলা, পুইশাক চাষ করতে পারেন। সেক্ষেত্রে ভাল উর্বর মাটি ৬০% + সরিষার খৈল ১০% + পচা গোবর ৩০% ভালভাবে মিশিয়ে ৭-১০ দিন পর বীজ/চারা রোপন/বপন করতে পারেন। পিপড়ার উপদ্রব দেখা দিলে টবের কিনার দিয়ে Finis পাউডার ছিটিয়ে দিবেন। মাটি কখনোই শুকানো যাবে না। শুকিয়ে গেলে পরিমানমত পানি দিতে হবে। লতানো গাছ হলে কাঠি দিতে হবে। মরা পাতা কেটে ফেলতে হবে। জৈব সার ব্যবহার করতে পারলে রাসানিক সার ব্যবহার করার প্রয়োজন নেই। মাঝে মাঝে ব্যবহৃত চা পাতি মাটিতে পচিয়ে ব্যবহার করা যেতে পারে। ১২-১৪ লিটার সাইজের টবের মাটির জন্য ১ চা চামুচ ইউরিয়া + ১ চা চামুচ টিএসপি + ১ চা চামুচ এমওপি ব্যবহার করা যেতে পারে। তবে সকল সময় সার প্রয়োগ করে পানি দিতে হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ড. এ কে এম কামরুজ্জামান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল ০১৭৫৪১১২০৫০