Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কলম চারা প্রাপ্তিস্থান ও যোগাযোগ
বিস্তারিত :জামালপুর ও ময়মনসিংহ হর্টিকালচার এর যোগাযোগের মোবাইল নাম্বার যার মাধ্যমে কি কি চারা পাওয়া যাবে এ তথ্য জানা যাবে। এছাড়া উপরিউক্ত হর্টিকালচারে ১/ রামবুটান, ২/ আলুবোখরা, ৩/ কাজু বাদাম, ৪/ এ্যাবোকেডো ৫/ মঙ্গলবাড়িয়া, বারি-৩, ৪ লিচু, ৬/ আম পার্লমার ও পিংক প্যারোট, ৪ কেজি, ৭/ হাইব্রিড নারিকেল ও সুপারি পাওয়া যাবে কি?

উত্তর/মতামত

সংশ্লিষ্ট ফলের চারা / কলম পেতে হলে যোগাযোগ করুন : ড. মো: আল-আমিন হোসেন তালুকদার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৭১৬৪০৮৩২৩/০১৭১৭৬৭৮৭৮৮ অথবা ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২