Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে
বিস্তারিত :রেড লেডি পেপের বীজ কতদিনে গজায় ? আমি গত এক মাস আগে দশটি পেপের বীজ মাটি এবং বালি দিয়ে রোপন করেছি। কিন্তু এখনো গজায়নি এর কারন কি জানালে উপকৃত হতাম। পরবর্তী সময়ে কীভাবে লাগাব তাও জানাবেন।

উত্তর/মতামত

পেপের বীজ গজাতে সাধারণত ৩০-৪০ দিন সময় লাগে। বীজ না গাজানোর বিভিন্ন কারণ থাকতে পারে। তবে যেখানে বীজ রোপন করেছেন সেখানে পেপের বীজ আছে কিনা যাচাই করে দেখতে পারেন। পিপড়া বীজ সরিয়ে ফেলতে পারে। পরবর্তীতে বীজ রোপন করতে বিস্তারিত চাষ পদ্ধতি দেখুন: www.bari.gov.bd, E-book, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল (পেঁপে) ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর, মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১