Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শাহী পেঁপে
বিস্তারিত :ময়মনসিংহ জেলার কোথাও কি বারি-১ শাহী পেঁপের চারা কিনতে পাওয়া যাবে..?

উত্তর/মতামত

শাহী পেঁপের বীজ ময়মনসিংহ জেলার কোথাও পাওয়া যাবে না। শুধুমাত্র ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর এবং ফল গবেষণা কেন্দ্র, বিনোদপুর, রাজশাহী-তে সীমিত পরিমাণে শাহী পেঁপের বীজ পাওয়া যাবে। প্রতি গ্রাম বীজ ৬০/- হারে প্রতি কেজি ৬০,০০০/- দরে শাহী পেঁপের বীজ ক্রয় করতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২