Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লটকন কলম চারা
বিস্তারিত :কোথায় লটকন এর ভালো জাতের কলম চারা পাওয়া যাবে ? আমার বাড়ি জামালপুর এ জেলায় লটকন চাষ করে অথনেতিকভাবে কতটা লাভবান হওয়া যাবে । চাষ এর বিস্তারিত জানালে উপকৃত হতাম ।

উত্তর/মতামত

লটকনের ভাল জাতের চারা-কলম পাওয়া যাবে নরসিংদিতে। বারি লটকন-১ জাতের কলম পেতে যোগাযোগ করুন: আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, শিবপুর, নরসিংদী। চাষ পদ্ধতি বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাতবই, ২য় খন্ড, ফল ফসল (লটকন) ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২