Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : রসুনের শিকর গুটি গুটি হওয়ার কারন
বিস্তারিত :রসুনের শিকর গুটি গুটি হওয়ার কারন ও তার প্রতিকার সম্প্রকে জানতে চাই।

উত্তর/মতামত

নেমাটোডের আক্রমনের কারণে রসুনের শিকড় গুটি হতে পারে। এই নেমাটোড দমনের জন্য রসুন রোপনের পূর্বে শেষ চাষের সময় প্রতি বিঘায় ৩ কেজি হারে ফুরাডান জমিতে প্রয়োগ করতে হবে। মুহাম্মদ মোস্তফা কামাল বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, গাজীপুর।