Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পিয়ারা গাছের রুগ
বিস্তারিত :গাছের আগার ডাল লাল হয়ে শুকিয়ে আস্তে আস্তে মারা যাসে ।এরকম প্রায় আট টি গাছ আসে। যদি কোন কীটনাশক স্প্রে করলে সমাধান হয় জানালে উপকৃত হব,ধন্নবাদ

উত্তর/মতামত

ফিউজেরিয়াম নামক ছত্রাকের আক্রমণে এ সমস্যা হয়। প্রথমে পাতা হলুুদ হয়ে আসে এবং পরে শুকিয়ে যায়। এভাবে, পাতার পর শাখা প্রশাখা এবং ধীরে ধীরে সমস্ত গাছই ৮-১০ দিনের মধ্যে নেতিয়ে পড়ে মারা যায়। এ রোগের কোন প্রতিকার নেই। তাই একে প্রতিরোধ করতে হবে। মাঠে/বাগানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে। রোগ প্রতিরোধ করতে হবে। মাঠে/বাগানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আদি জোড় যেমন পলিপেয়ারার সাথে কলম করে এ রোগের আক্রমণ প্রতিরোধ করা যায়। বাগানের মাটিতে অম্লত্বের পরিমাণ কমানোর জন্য চুন প্রয়োগ করতে হবে। ড. বাবুল চন্দ্র সরকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই, গাজীপুর