Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আনার গাছে (কলমের চারা) প্রচুর ফুল আসে কিন্তু ফল হয় না
বিস্তারিত :এক বছর আগে আমি একটি পাকিস্হানি আনারের কলমের চারা কিনে রোপন করি। এবং গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফুল টিকে না এবং ফলও হয় না। এ অবস্থায় কি করতে পারি মতামত চাচ্ছি।

উত্তর/মতামত

বাংলাদেশে ডালিমের কোন অনুমোদিত জাত নেই। ডালিমের ক্ষেত্রে কলমের চারা ভাল। তবে পর্যাপ্ত পরিমান সার, পানি ও পরিচর্যা প্রয়োজন। চারা কলম লাগানোর পর প্রথম ৩ বছর গাছে কোন ফুল ও ফল ধরতে দেয়া যাবে না। ফুল এলে ভেঙ্গে ফেলতে হবে। বয়স অনুযায়ী সারের মাত্রা- গাছের বয়স গোবর (কেজি) ইউরিয়া (কেজি) টিএসপি (কেজি) এমওপি (কেজি) জিপসাম(কেজি) ১-৩ বছর ৫-১০ ১০০-১৫০ ১০০-১৫০ ১০০-১৫০ ১০০ ৩-৫ বছর ১০-১৫ ১৫০-২৫০ ১৫০-২৫০ ১৫০-২৫০ ১৫০ ৫-১০ বছর ১৫-২০ ২৫০-৪৫০ ২৫০-৩০০ ২৫০-৩০০ ২০০ উল্লিখিত সার সমান ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। মাটিতে রস না থাকলে সার প্রয়োগের পর অবশ্যই সেচ দিতে হবে। ১ম কিস্তি বর্ষার শুরুতে বৈশাখ-জৈষ্ঠ্য মাসে ইউরিয়া ও এমওপি অর্ধেক করে। ২য় কিস্তি ভাদ্র-আশ্বিন মাসে ইউরিয়া ও এমওপির বাকি অর্ধেক সহ সব সার। ৩য় কিস্তি শীতের শেষে ফাল্গুন চৈত্র মাসে প্রয়োগ করতে হবে। ড. মদন গোপাল সাহা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বিএআরআই, গাজীপুর