Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কদেবল গাছের সমস্যার সমাধান চাই।
বিস্তারিত :গতকাল জানিয়েছি \'কদেবল গাছের ফুল ঝরে যায়। কদেবল এ ফুটো হয়ে কালো হয়ে যায়। আর পচে যায়। কি ব্যবস্হা নিব তাড়াতাড়ি জানাবেন। দয়া করে।

উত্তর/মতামত

আপনার কদবেল এর গাছটি বীজের নাকি কলমের, গাছের বয়স সঠিক সময়ে সার, পানি প্রয়োগ করেন কিনা এসব তথ্য জানান জরুরী। ফুল কি পরিমান ঝরে যায়।, ফুল থেকে ফল হয় কিনা জানান নাই। কিছু সংখ্যক ফুল ঝরা স্বাভাবিক। ফুল ঝরা কমাতে এবং ভাল ফল পেতে সঠিক সময়ে সার, সেচ প্রয়োগ করতে হবে, ডালপালা ছাঁটাই করতে হবে। গাছের বয়স জানালে পরবর্তীতে সারের মাত্রা দেওয়া হবে। এক ধরনের ক্ষুদ্রাকার কীট কদবেলের মধ্যে ঢুকে ফলের শাঁস খেয়ে ফেলে এবং বেরিয়ে যায়। ফল ছোট অবস্থায় প্রোক্লেম ৫ এসজি প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে ৮-১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করে এ কীটের হাত থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া, ফল মার্বেল আকৃতি ধারন করলে পলিথিন দিয়ে ব্যাগিং করতে হবে এবং পলিথিনের কোনায় ছোট ছিদ্র রাখতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২