Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা
বিস্তারিত :আমি একটা পেয়াঁরা চারা গাছ কিনেছি চারা গাছের বয়স প্রায় ২ মাস হলো এখন পেয়াঁরা গাছে ফল আসছে এখন অনেক লোকে বলে ঐ গাছের ফল ভেঁঙ্গে ফেলতে বলে তার কারন পরে নাকি বেশি ফল দিবে এই কথা টা কি সত্যি

উত্তর/মতামত

আপনার গাছটি কলমের নাকি বীজের, কোন জাত এসব জানান নাই। কলমের গাছ প্রথম বছর থেকে ফল দিতে শুরু করে। গাছের বৃদ্ধির জন্য ১ম বছর ফল না রাখাই ভল, দ্বিতীয় বছর অল্প সংখ্যক ফল রাখা যেতে পারে। এভাবে পর্যায় ক্রমে গাছের অবস্থা বিবেচনা করে ফল রাখতে হবে। পরিকল্পিত উপায়ে ফুল ও ফল ছাঁটাই করে প্রায় সারা বছর বারি পেয়ারা-২ জাতের গাছে ফল পাওয়া সম্ভব। গাছকে দীর্ঘদিন বলবান রাখতে ও মানসম্পন্ন ফল পেতে হলে ফল ছোট থাকা অবস্থাতেই ৫০-৬০% ফল ছাঁটাই করা দরকার। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২