কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রশ্ন/উত্তর/মতামত
প্রশ্ন
বিষয় : ভিয়েতনাম থেকে আনা নারিকেল গাছের চারা
বিস্তারিত :আমি বাড়ির আঙ্গিনায় কিছু নারিকেল গাছ রোপন করতে চাচ্ছি।আর সেই জন্য আমার পছন্দের তালিকায় রয়েছে ভিয়েতনাম থেকে আমদানি করা নারিকেলের চারা।আমার প্রশ্ন হচ্ছে আমি এই চারা কোথা থেকে কিনবো?? আমি কুমিল্লা জেলায় থাকি।
বিস্তারিত :আমি বাড়ির আঙ্গিনায় কিছু নারিকেল গাছ রোপন করতে চাচ্ছি।আর সেই জন্য আমার পছন্দের তালিকায় রয়েছে ভিয়েতনাম থেকে আমদানি করা নারিকেলের চারা।আমার প্রশ্ন হচ্ছে আমি এই চারা কোথা থেকে কিনবো?? আমি কুমিল্লা জেলায় থাকি।
উত্তর/মতামত
ভিয়েতনাম হতে আমদানিকৃত নারিকেলের চারা বিএআরআই সরবরাহ করে না। এ ক্ষেত্রে, আপনার এলাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিনস্থ হরটিকালচার সেন্টার এ যোগাযোগ করতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারে, হরটিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আসাদগেট, ঢাকা।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২