Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : প্রশিক্ষণ সম্পর্কে
বিস্তারিত :আমি ফল গাছের বর্তমানে যে কলম গুলা করা সে সম্পর্কে প্রশিক্ষণ নিতে চাই।আমার বাসা গাজীপুর। যদি প্রশিক্ষণ দেওয়া হয় আমি চাই আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

উত্তর/মতামত

প্রশিক্ষণ পেতে আগ্রহী হলে যোগাযোগ রাখুন- মো: আশরাফুল আলম, এসএসও, ফল বিভাগ, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১২২২৪৪৭৯।