Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে গাছের রোগ বালাই
বিস্তারিত :আমার বাগানে (৫০টির মধ্যে) ২০-২৫ টি পেঁপে চারা রয়েছে। রোপনের বয়স ৬ মাস প্রায়। ৫/৬ টি চারাই পুরুষ প্রজাতির। কয়েকটি গাছে ফুল এসে ফল আসা শুর হয়েছে। প্রতি মাসে ইউরিয়া ও পটাস সার প্রয়োগ করছি আপনাদের দেয়া তথ্য অনুযায়ী।কিন্তু অধিকাংশই তেমন শক্তিশালী ও সবল মনে হচ্ছেনা। বর্তমানে কয়েকটি গাছের ডগা ঝরে পরছে এবং সাদা বর্ণের আবরন দেখতে পাচ্ছি যা পিপড়ার ডিমের মত লাগছে (ছবি সংযুক্তি) । পিপড়ার বিচরণও আগা হতে গুড়া পর্যন্ত দেখা যায়। কি করনীয়?

উত্তর/মতামত

আপনার প্রদত্ত ছবি ও বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে যে, আপনার রোপনকৃত পেঁপের জাতটি ভিন্নবাসী (Dioecidus) প্রজাতির। এক্ষেত্রে প্রতি ১০-১৫টি মহিলা গাছের জন্য ১টি করে পুরুষ গাছ রাখলেই চলবে এবং বাকী পুরষ গাছগুলি কেটে ফেলতে হবে। কারণ এক্ষেত্রে পুরুষ গাছ হতে আপনি কাংখিত পরিমান ফলন পাবেন না। আপনি পেঁপে গাছগুলোতে সাদা বর্ণের আবরনের কথা এবং পিপড়ার বিচরনের কথা উল্লেখ করেছেন। ইহা হতে প্রতীয়মান হয় যে, আপনার পেঁপে গাছগুলোতে মিলিবাগ আক্রমন করেছে এবং মিলিবাগ আপনার পেঁপে গাছের পাতা এবং ডগার রস চুষে খাবার পর যে মিষ্টি পদার্থ নি:সরণ করছে সেটি খাবার জন্যই মুলত: পিপড়া আসেছে। সুতরাং এক্ষেত্রে আপনি ইসিডাফ্লোপ্রিড জাতীয় কীটনাশক যেমন কনফিডর পাউডার ০.২ গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে ৭-১০ দিন অন্তর ১-২ বার স্প্রে করলে ভাল ফলাফল পেতে পারেন। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১