Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারার পোকা
বিস্তারিত :আমার বাড়ীর আঙ্গিনায় কয়েকটি পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছগুলিতে বেশ পেয়ারা আসে কিন্ত পেয়ারা পাকার পর ভিতরে পোকা হয়। কি করলে এই সমস্যার সমাধান হবে জানালে উপকৃত হব।

উত্তর/মতামত

লক্ষণ : ফল পরিপক্ক হতে শুরু করলে স্ত্রী মাছি (fruit fly)পোকা ফলের খোসার নিচে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়া বা ম্যাগট বের হয়ে ফলের শাঁস খেয়ে নষ্ট করে ফেলে এবং ফল পঁচে যায়। প্রতিকার : আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করতে হবে। ফল ছোট অবস্থায় ছিদ্রযুক্ত পলিব্যাগ দ্বারা ব্যাগিং করে ফলের মাছি পোকা দমন করা যায়। ব্যাগিং করার পূর্বে প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি. হারে টিল্ট ২৫০ ইসি মিশিয়ে সমস্ত ফল ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। এছাড়া মিথাইল ইউজেনলযুক্ত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে এ পোকার আক্রমন রোধ করা যায়। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বারি গাজীপুর।