Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বিএআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফলের চার / কলাম সংগ্রহ প্রসঙ্গে।
বিস্তারিত :বিভিন্ন জাতের আম, লিছু, কাঠাল, পেঁপেঁ,পেঁয়ারা আতা, সরিফা এবং বারমাসি বিভিন্ন ফলের চারা / কলম কিভাবে সংগ্রহ কেরতে হয় বিএআর কর্তৃপক্ষ থেকে। সহজ পদ্ধতি টি জানা একান্ত প্রয়োজন। সর্বোচ্চ কয়টি চারা / কলম এককভাবে সংগ্রহ করা যেতে পারে।

উত্তর/মতামত

বারি হতে আম, কাঠাঁল, লিচুসহ অন্যান্য প্রজাতির ফলের চারা/কলম সর্বোচ্চ দুটি করে সংগ্রহ করতে পারেন। রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯:০০ টা - দুপুর ১.০০টার মধ্যে ফল গবেষণা মাঠ হতে ফলের চারা /কলম সংগ্রহ করা যায়। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন মো: মনির হোসেন, এস.এ, এইচআরসি, বারি, গাজীপুর। মোবাইল-০১৭২৫৮৫৯৩৬২ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।