Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কৃষি
বিস্তারিত :আমার বাংলা লাউ গাছের লাউ ছোট অবস্হায় মরিয়া যায় কি করব?

উত্তর/মতামত

ছোট অবস্থায় মরে যাওয়া গাছের এবং আক্রান্ত গাছ সংলগ্ন মাটির নমুনা সংগ্রহ করে পর্যবেক্ষন করা গেলে রোগ বালাই সঠিকভাবে সনাক্ত করা যেত এবং সঠিক কারণ ও প্রতিকার জানানো যেত। তবে নিম্নলিখিত কারণে লাউ গাছ ছোট অবস্থায় মারা যেতে পারে। ১. বর্ষা মৌসুমে ছোট লাউ গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মারা যেতে পারে। লাউ চাষের জন্য অপেক্ষাকৃত উচুঁ জমি বাছাই করতে হবে এবং জমিতে বা মাদাতে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ২. রাসায়নিক সার বা কাচাঁ গোবর জমি বা মাদাতে প্রয়োগের সাথে সাথে চারা রোপন করলে গাছ মারা যেতে পারে। জমি বা মাদাতে রাসায়নিক সার প্রয়োগের অন্তত ৭ দিন পর চারা লাগানো উত্তম। ৩. রোগমুক্ত বীজ বা সুস্থ সবল চারা সময়মত বপন বা রোপন করলে সজীব সুস্থ গাছ পাওয়া যায়।