Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল
বিস্তারিত :আমার বাড়িতে একটা আমলকী গাছ আছে বয়েস ৫/৬ বছর হবে, গাছে প্রচুর ফুল আসে প্রতি বছর কিন্তু ফলন ধরে না । গাছ দেখতে ভাল রগান্ত মনে হয় না , অনেক জাপ্না তাই গেছো পিঁপড়া আছে প্রচুর এখন বুজতে পারছি না কি করবো ? চিন্তা করতেছি কেটে ফেলব ! আপনাদের পরামর্শ কি জানতে চাই ?

উত্তর/মতামত

গাছটি এখন কাটার প্রয়োজন নেই। গাছের সঠিক পরিচর্যা যেমন আগাছা পরিস্কার, ডালপালা ছাটাই এবং পর্যাপ্ত সেচের ব্যবস্থা করুন। এছাড়াও সঠিকভাবে সার প্রয়োগ করে দেখুন। ৬-১০ বছরের গাছের জন্য গোবর ১৫-২০ কেজি, ইউরিয়া ৪০০-৭০০ গ্রাম, টিএসপি ৩০০-৫০০ গ্রাম, এমওপি ৩০০-৫০০ গ্রাম, জিপসাম ২০০ গ্রাম। সারগুলো দুই ভাগ করে বর্ষার শুরুতে ও শেষে গাছের গোড়া থেকে কিছুটা দূরে যতটুকু জায়গায় দুপুর বেলা ছায়া পড়ে ততটুকু জায়গায় কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশাতে হবে এবং সেচের ব্যবস্থা করতে হবে।