Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কৃষি
বিস্তারিত :আদার গাছ হটাত্‍ লাল রং হয়ে পচনের সৃষ্টি এছাড়া ও ইদানিং গাছ গুলো সবুজ থাকার শরর্তে পচনের সৃষ্টি হচ্ছে । এই সব সমস্যার প্রতিকার কি আমাদের দেবেন তারাতারি তা না হলে আমাদের আদা হ্মেত আর টিকে থাকতে পারবে না ।

উত্তর/মতামত

 আদা গাছ পচনের জন্য রিডোমিল গোল্ড ৭২ এম জেড ২ গ্রাম/লিটার এবং ডারসবান ৪ মি.লি/লিটার হারে ৭ দিন অন্তর স্প্রে করা যেতে পারে।  আদা গাছের গোড়ায় পানি যেন না জমে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।  আক্রান্ত আদা গাছ উপড়ে ফেলতে হবে।  জমিতে আদার বীজ ব্যাভিষ্টিন/প্রোভেক্স ২ গ্রাম/লিটার শোধন করে রোপন করতে হবে।