Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সবরি কলা চাষ
বিস্তারিত :কোন মাসে লাগালে রমজানের সময় ফল সংগ্রহ করতে পারব। চাষ পদ্ধতি।

উত্তর/মতামত

রমজান যেহেতু নির্দিষ্ট সময় বা মাস এ হয় না, তাই এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে কোন মাস এ লাগালে রমজান মাস এ কলা পাওয়া যাবে। তবে কলা আমাদের দেশে মোটামুটি সারা বছরই পাওয়া যায়। এ ছাড়া বিএআরআই উদ্ভাবিত কলার জাত লাগানোর ১১-১২ মাসের মধ্যে ফল আহরনের উপযুক্ত হয়। সময় হিসাব করে বারি কলার জাত লাগাতে পারেন। বিস্তারিত চাষ পদ্ধতি জানতে ভিজিট করুন: বিএআরআই ওয়েব সাইট এ গিয়ে, কৃষি প্রযুক্তি হাত বই, খন্ড-২, ফল ফসল। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর