Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়াজের কদম এর সমস্যা
বিস্তারিত :আমার কদমের মোটা ডোগা মাঝামাঝি স্থানে চাকার মতো খেয়ে যাচছে, সুর্য যে দিকে থাকে সেই দিকে কাটা মনে হয়। প্রতি সপ্তাহে কিটনাষক ও ছত্রাক নাশক দিয়ে স্প্রে করি, গাছ ছোট থাকতে ফ্লোরা ম্প্রে করছিলাম, ১২ দিন আগে জমিতে সেচ দিয়েছে, রস তেমন নেই। লেদা পোকার আক্রমন হয়েছিল পোক্লেম দিয়েছিলাম । এখন কি করবো????? ছবি এটাষ্ট করতে পারছি না, মেল id পেলে পাঠাতাম

উত্তর/মতামত

এটি কোনো রোগ বা পোকার আক্রমন সংক্রান্ত সমস্যা নয়। এজন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশক দিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ সমস্যাটি মূলত ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার এর কারনে হয়। জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে অথবা বোরনের ঘাটতি হলে এবং সেচের পরিমান কম বেশি হলে এ সমস্যা দেখা দিতে পারে।