Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Mango tree
বিস্তারিত :i have two \"Amropali\" mango tree. all are near about 30 feet tall and age is less than 15 years. every year they produced mango. but problem is size of mango gradually smaller and this year the flower of mango is very very less. what should i do ?

উত্তর/মতামত

আমের জাতটি বারি আম-৩। গাছে পর্যাপ্ত ফুল ও ফল পেতে চাইলে সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ প্রয়োজন। গাছ থেকে ফল পাড়া শেষ হলে ডালপালা ছাঁটাই করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। ১১-১৫ বছর বয়সের গাছের জন্য সারের পরিমান গোবর-৩০ কেজি, ইউরিয়া-১০০০ গ্রাম, টিএসপি-৫০০ গ্রাম, এমওপি-৪০০ গ্রাম, জিপসাম-৩৫০ গ্রাম, জিংক সালফেট-১৫ গ্রাম, বরিক এসিড-৩০ গ্রাম। এই সারগুলো দুই ভাগ করে ১ম ভাগ জুন-জুলাই (জৈষ্ঠ-আষাঢ়) মাসে এবং ২য় ভাগ সেপ্টেম্বর-অক্টোবর (আশ্বিন-কার্তিক) মাসে প্রয়োগ করতে হবে। জিপসাম ও জিংক সালফেট এক বছর পর পর প্রয়োগ করলেই চলবে। সার প্রয়োগের পর সেচ দিতে হবে হালকা করে। গাছের মুকুল বের হওয়ার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে। আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে ১ বার এবং ফল মটর দানার আকৃতি ধারন করলে আরেক বার সেচ দিতে হবে। এ ছাড়া ফলের গুনাগুন ও আকৃতি ঠিক রাখতে হলে ফল মটর দানা আকৃতি ধারণ করলে ৩০ ভাগ ফল গাছ থেকে ফেলে দিতে হবে। অর্থাৎ ফলের ঘনত্ব কমাতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২