Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : হাইড্রপনিক পদ্ধতিতে বাড়ির ছাদে চাষাবাদ
বিস্তারিত : হাইড্রপনিক পদ্ধতিতে আমার বাড়ীর ছাদে ছোট পরিশরে অর্থাৎ একেবারেই নতুন যেহেতু সেই ক্ষেত্রে কত টাকার জিনিস পত্র লাগবে এবং কি কি, কোথায় পাওয়া যায়, কোন ধরনের গাছ দিয়ে শুরু করবো? আর আপনারা কি সহায্য করবেন?

উত্তর/মতামত

বাড়ির ছাদে ছোট পরিসরে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষাবাদ করতে প্রায় ১৫-২০ হাজার টাকা লাগবে (হাইড্রোপনিক রাসায়নিক পদার্থ ব্যথিত) । ১০ বর্গফুট ঘর তৈরির জন্য নিম্নলিখিত জিনিসপত্র লাগবে। যেমনঃ বাঁশ, পলিথিন, সুতলী, প্লাস্টিক নেট, প্লাস্টিক কনটেনার ও পাইপ, কোকো-ডাস্ট ইত্যাদি। এই জিনিসগুলো লোকাল মারকেটে পাওয়া যাবে। হাইড্রোপনিক দ্রবন তৈরি করার জন্য রাসায়নিক পদার্থ গুলো নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে হবে। এসএফ সান্টিফিক ৩২/১ হাটখোলা রোড, শুভেচ্ছা প্লাজা ঢাকা-১২০৩ মোবাইল- ০১৭৩১৭৯৮৯৯৩৬ প্রথমত উচ্চ মুল্য সম্পূর্ন সবজি যেমন- ক্যাপসিকাম, লেটুস, স্ট্রবেরি, টমেটো, শসা ইত্যাদি নিয়ে হাইড্রোপনিক পদ্ধতিতে শুরু করা যেতে পারে। [বিস্তারিত তথ্য জানার জন্য সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।] যোগাযোগের ঠিকানা ১। ড. জি এম এ হালিম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং ০১৭১৫১৭৯৩৬৬ ২। এ কে এম সেলিম রেজা মল্লিক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং ০১৭১১৯০০২৫৬ ৩। ড. মোঃ আসাদুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, মোবাইল নং ০১৭১৮১৩১৫৪৫