Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Traning
বিস্তারিত :I want to know detail about the mango grafting.can bari help me to know about mango grafting

উত্তর/মতামত

গ্রাফটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা অতি সচেতনাতার সাথে করতে হয়। এজন্য প্রয়োজন হাতে কলমে প্রশিক্ষণ। বিএআরআই এ ফল বিভাগ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে। সাধারণত জুন মাসে গ্রাফটিং সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণ এ চারা কলম উৎপাদন কলাকৌশল শিখানো এবং চারা কলম বিতরণ করা হয়। আমের গাছে বিভিন্ন গ্রাফটিং করা হয়। যেমন – ক্লেফট গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং, সাইড গ্রাফটিং ইত্যাদি। এসব সম্পর্কে বিস্তারিত জানতে প্রশিক্ষণ এ অংশ গ্রহন করুন এবং যোগাযোগ করুন: ড. মো: আল-আমিন হোসেন তালুকদার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৭১৬-৪০৮৩২৩, ০১৭১৭-৬৭৮৭৮৮