Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : About Cheery fruit tree.
বিস্তারিত :চেরী ফলের গাছ আমাদের বাংলাদেশে পাওয়া যায় কিনা? বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মাটি/আবহাওয়া কী চেরী ফল গাছের জন্য উপযুক্ত? Dear sir Greethings from me. Is Cherry fruit tree available in your institute? How can i get that plant? Chittagong Hill Tracts (Khagrachri) soil and Weather are suitable for Cherry plants? Regards Niku Chakma Khagrachri

উত্তর/মতামত

বাংলাদেশে বিভিন্ন নার্সারি রয়েছে, যেখানে চেরী ফলের চারা পাওয়া যায়। অপরদিকে, এসব নার্সারি বিভিন্ন পাম জাতীয় ফল যেমন আলু বোখারাকে (প্লাম) চেরী হিসেবে বিক্রয় করে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার মাটি বিভিন্ন রকম। আপনার এলাকার মাটি কি ধরণের জানালে ভাল হতো। তবে, উপত্যকার মাটি চেরী চাষের জন্য উপযোগী। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২