Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি কাঁঠাল-৩ প্রসংঙ্গে।
বিস্তারিত :আমাদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। এখানে প্রচুর কাঁঠাল জন্মে, কিন্তু সিজনে মূল্য খুব কম পাওয়া যায়- তাই বারি - ৩ কাঁঠাল এর চাষে আমি আগ্রহী। কলম কোথায় এবং কিভাবে পেতে পারি দয়া করে পরামর্শ ও সহযোগিতা করলে খুবই উপকৃত হব।

উত্তর/মতামত

আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। বারি কাঁঠাল-৩ এর কলম পেতে যোগাযোগ করুন: ড. আল-আমিন হোসেন তালুকদার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল- ০১৭১৭-৬৭৮৭৮৮ উল্লেখ্য, চারা কলম সীমিত পরিমানে সরবরাহ করা হয়।