Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সৌর বিদ্যুত চালিত সাব-মার্সিবল মটর পাম্প সম্পর্কে
বিস্তারিত :আমি সৌর বিদ্যুত চালিত সাবমার্সিবল ওয়াটার পাম্প সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সৌর বিদ্যুত প্যানেলের সাথে আর কি কি কত মানের (পাওয়ার বা শক্তির) প্রয়োজন এবং যন্ত্র-পতি গুলো সহজে কোথায় পাওয়া যায়, আনুমানিক দাম সহ বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর/মতামত

বিষয়ঃ সৌর বিদ্যুৎ চালিত সাবমার্সিবল ওয়াটার পাম্প সংক্রান্ত  সৌর বিদ্যুৎ চালিত সাবমার্সিবল ওয়াটার পাম্প ডিসি মোটর চালিত যা সরাসরি সোলার প্যানেল হতে উৎপন্ন ডিসি বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। ওয়াটার পাম্প, ডিসি মোটর, সৌর প্যানেল, কন্ট্রোলার, প্রয়োজনীয় পাইপ ও বৈদ্যুতিক তার সমন্বয়ে পূর্ণাঙ্গ সৌর পাম্প গঠিত। সৌর পাম্পের দাম, পাম্পের সাইজ বা ক্ষমতা এবং কত নীচু থেকে এবং কত উচুতে পানি তুলতে হবে (হেড) তার উপর নিভর করে। নিম্নের ঠিকানায় যোগাযোগ করলে সাবমার্সিবল ওয়াটার পাম্পের দাম ও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।  বারি সোলার পাম্প এক অশ্বশক্তি বিশিষ্ট এবং ভুপৃষ্ঠস্থ পানি উত্তোলোনের উপযোগী (সাবমার্সিবল নয়) যা ৯০০ ওয়াট সোলার প্যানেল দ্বারা চালিত। পানি উত্তোলোনের ক্ষমতা ১৪০ প্রতি মিনিটে লিটার এবং দাম প্রায় এক লক্ষ টাকা। ১। ইঞ্জিনিয়ার আরিফ রহিমাফরোজ রিনিউএবল এনার্জি লিমিটিড মোবাইল নং: ০১৭৫৯-৭৯৬৪৩০ ২। ইঞ্জিনিয়ার সোহেল ইলেক্ট্রো সোলার লিমিটিড মোবাইল নং: ০১৭১৪-০৯৭৯৩৪