Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল
বিস্তারিত :আমি সম্প্রতি ইউটিউব এ কিছু ভিডিও দেখেছি বারি মাল্টা, বারি বেল, বারি সফেদা, বারি কমলা, বারি ড্রাগন এই জাতগুলো কোথায় পাব কিভাবে পাব জানালে উপকৃত হব ( লিঙ্ক দিতে পারলাম না বলে দুক্ষিত) প্রফেসার আব্দুর রহিম এর ভিডিও ছিলো এগুল বাংলাদেশ ফল গবেষণা ইন্সটিটিউট এর

উত্তর/মতামত

সংশ্লিষ্ট ফলের চারা/কলম পেতে হলে যোগাযোগ করুন : ড. মো: আল-আমিন হোসেন তালুকদার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৭১৬৪০৮৩২৩/০১৭১৭৬৭৮৭৮৮ অথবা ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২