Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Tropical Apple
বিস্তারিত :I want to know about cultivation of tropical apple that has been cultivating tropical region of some african countries as well as tropical region of our neighbour countries India and Thailand. Bit as far as I know apple can be grown only specific region where ice fall is necessary once a year. Please sir help me to know about the information. Thanks.

উত্তর/মতামত

অঞ্চলভেদে সারা বিশ্বে আপেলের অনেক জাত রয়েছে। গ্রীষ্ম প্রধান অঞ্চলের জন্যও নানা জাত রয়েছে। আপেল চাষের জন্য সরাসরি বাতাসযুক্ত, পূর্ন সূর্যালোক প্রয়োজন। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য হীম অবস্থা প্রয়োজন। উষ্মমন্ডলীয় আপেল নিয়ে আমাদের তেমন কোন কাজ এখনও হয় নাই। একটি মাত্র গাছ লাগানো হয়েছিল, যেটি ফুল-ফল আসার পরপরই অজানা কারনে মারা যায়। আপেল নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে google search করতে পারেন। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১