Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : multa chas
বিস্তারিত :Maltar unnoto chara kothay pabo

উত্তর/মতামত

সীমিত পরিমাণে বারি মাল্টা-১ এর চারা কলম পেতে পারেন ১। ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। ২। পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ৩। সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেট। বারি মাল্টা-১ যেহেতু বিএআরআই উদ্ভাবিত মাল্টার একমাত্র উন্নত জাত, তাই এটি ছাড়া অন্য কোন জাত আমরা সরবরাহ করি না । এছাড়া বাণিজ্যিক নার্সারিতে মাল্টার উন্নত কোন জাত পাওয়া যাবে কিনা এ সম্পর্কিত কোন তথ্য এবং নিশ্চয়তা আমরা দিতে পারব না। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২